পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের প্রিলি পরীক্ষার অফিসিয়াল answer key প্রকাশিত হলো
প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের প্রিলি পরীক্ষার অফিসিয়াল ANSWER KEY , পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রূটমেন্ট বোর্ডের তরফ থেকে। গত 26 শে সেপ্টেম্বর সারা রাজ্য জুড়ে যে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের প্রিলি পরীক্ষার আয়োজন করা হয়েছিল তাতে প্রায় রাজ্যের কয়েক লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
এদিন answer key প্রকাশিত হবার ফলে সেই সব পরীক্ষার্থীরা তাদের করা answer এর সাথে অফিসিয়াল realease হওয়া answer মিলিয়ে নিয়ে তাদের স্কোর কত হলো এবিষয়ে একটা ধারণা পেতে পারবে।
এছাড়াও পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রূটমেন্ট বোর্ডের থেকে একটি নোটিশ জারি করে বলা হয়েছে বোর্ড প্রকাশিত 100 টি question এর answer সঠিক না হলে বা কোনও উত্তর নিয়ে অভিযোগ থাকলে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রূটমেন্ট বোর্ডকে আগামী 7 দিনের মধ্যে wbprb10@gmail.com এই ইমেইল এর মাধ্যমে জানাতে হবে। 7 দিনের পর কোনও অভিযোগ আর গ্রহণ করা হবে না।
OFFICIAL ANSWER KEY দেখার জন্য নিচের লিংকে ক্লিক
:To Join with Our Various Social Media Site:
| TO JOIN WITH OUR SOCIAL MEDIA | LINK |
|---|---|
| Click Here | |
| Telegram | Click Here |
| Youtube | Click Here |
Tags
Answer Key