রাজ্যের স্কুলে শিক্ষক ও হোস্টেল সুপারেনটেন্ডেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করুন ইমেইল এর মাধ্যমে
পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় বাংলা মিডিয়াম স্কুলে বিভিন্ন বিষয়ের উপর শিক্ষক ও হোস্টেল সুপারেনটেন্ডেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, নিয়োগ হবে পুরুলিয়ার বার্তার সারদামনি মিশন হাই স্কুলে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলা থেকে মহিলা ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। দেখে নিন যোগ্যতা, বয়সসীমা , আবেদন পদ্ধতি ও অন্যান্য গুরুত্তপূর্ণ বিষয়।
:পদের নাম এবং শূন্যপদ:
| পদের নাম | শূন্যপদ |
|---|---|
| অ্যাসিস্টেন্ট টিচার | 4 |
| হোস্টেল | 2 |
যে যে বিষয়ে নিয়োগ করা হবে - অংক, ইংরাজী, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান।
প্রতিটি বিষয়ে একজন করে নিয়োগ করা হবে।
:পদের নাম ও যোগ্যতা:
| পদের নাম | যোগ্যতা |
|---|---|
| অ্যাসিস্টেন্ট টিচার | সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক এবং সঙ্গে বি. এড |
| হোস্টেল | যে কোনও শাখায় স্নাতক |
:বেতন:
| পদের নাম | বেতন |
|---|---|
| অ্যাসিস্টেন্ট টিচার | 10000 |
| হোস্টেল | 10000 |
:বয়স:
| পদের নাম | বয়স |
|---|---|
| অ্যাসিস্টেন্ট টিচার | 20 থেকে 40 |
| হোস্টেল | 20 থেকে 40 |
বয়সের হিসাব করা হবে 01.01.2022 তারিখের হিসাবে। সংরক্ষিত ক্যান্ডিডেটরা সরকারী নিয়ম অনুযায়ী বয়সের চার পাবেন।
:আবেদন পদ্ধতি:
ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করে প্রিন্ট করে কালো কালির বলপেনের দ্বারা যথাযথ ভাবে পূরণ করে, আবেদন পত্রের সাথে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে ইমেইল এর মাধ্যমে পাঠাতে হবে। email - saradamissionprl@gmail.com
আবেদন পত্রের সাথে যে ডকুমেন্ট গুলি সংযুক্ত করতে হবে
1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড / সার্টিফিকেট
2. সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশীট ও সার্টিফিকেট
3. ভোটার কার্ড এবং আধার কার্ড
4. কাস্ট সার্টিফিকেট
5. বি. এড কোর্সের সার্টিফিকেট
6. বর্তমানে তোলা দুটি পাসপোর্ট সাইজ এর কালার ফটো।
:পরীক্ষার ফি:
পরীক্ষার ফি হিসাবে 100 টাকা ধার্য করা হয়েছে , জমা করতে হবে এই একাউন্টে -
BARTAR SARADAMONI MISSION, A/C No. 2263306864, IFSC: CBIN0282014
CENTRAL BANK OF INDIA, SINDRI CHASMORE BRANCH
:সিলেকশন:
সিলেকশন হবে লিখিত পরীক্ষা + শিক্ষাগত যোগ্যতার নম্বর + পার্সোনাল ইন্টারভিউ
:গুরুত্তপূর্ণ তারিখ:
| আবেদন শুরু | 08.12.2021 |
| আবেদন শেষ | 15.12.2021 |
আবেদন পত্র ডাউনলোড করা যাবে 01.12.2021 থেকে 15.12.2021 তারিখ পর্যন্ত
:গুরুত্তপূর্ণ লিংক:
| ওয়েবসাইট | লিংক |
|---|---|
| অফিসিয়াল নোটিশ | নোটিশ |
| অ্যাপ্লিকেশন ফর্ম | অ্যাপ্লিকেশন ফর্ম |
:To Join with Our Various Social Media Site:
| TO JOIN WITH OUR SOCIAL MEDIA | LINK |
|---|---|
| Click Here | |
| Telegram | Click Here |
| Youtube | Click Here |
Tags
State Govt. Job