শিশু ভূমিষ্ঠ হওয়ার সময় তার ওজন সাধারণভাবে 5.5 পাউন্ড থেকে 9 পাউন্ডের মধ্যে থাকে। ওই সময় তার উচ্চতা থাকে 20.5 ইঞ্চি। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিশুর আয়তন, ওজন, দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তার স্নায়ুতন্ত্রের দ্রুত বিকাশ ঘটে এবং দেহ সঞ্চালনের ক্ষমতার বৃদ্ধি পায় ।
বিশিষ্ট মনোবিদ গেসেল, টমসন প্রমুখর শিশুর সঞ্চালন এর বিকাশের ধারা পর্যবেক্ষণ করে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছেন। নিচে তালিকার মাধ্যমে সেগুলো দেখানো হলো।
| সঞ্চালন প্রক্রিয়া | সময়কাল |
|---|---|
| সোজাভাবে মাথা তুলতে পারে | 3 থেকে 4 মাস বয়সে |
| একা বসতে পারে | 6 থেকে 8 মাস বয়সে |
| কোন কিছু ধরে দাঁড়াতে পারে | 9 মাস বয়সে |
| হামাগুড়ি দিতে পারে | 8 থেকে 10 মাস বয়সে |
| একা চলতে পারে | 11 থেকে 15 মাস বয়সে |
| সিঁড়ি বেয়ে উঠতে পারে | 18 মাস বয়সে |
