📢 সাধারণ বিজ্ঞান কুইজ 📢 কারেন্ট অ্যাফেয়ার্স 📢 ALL JE EXAM ELECTRICAL QUIZZES 📢 SSC EXAM CALENDER



গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর(২০২২)

আসন্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বাছাই করা সাম্প্রতিক ঘটনাবলী, পর্ব -১




1। রাজস্থানের চতুর্থ ও ভারতের ৫২ তম বাঘ সংরক্ষণাগার কোনটি?

উঃ রামগড় বিষধরী বাঘ সংরক্ষণাগার।

2। সোমালিয়ার প্রেসিডেন্ট হিসাবে সম্প্রতি কে 'মনোনীত হলেন?

উঃ হাসান শেখ মোহাম্মদ।

3। বিশ্বের দীর্ঘতম পায়ে হাঁটা ঝুলন্ত সেতু ‘স্কাই ব্রিজ ৭২১' কোন দেশে চালু হয়েছে?

উঃ চেক প্রজাতন্ত্র।

4। ‘বিশ্ব তামাক মুক্ত দিবস' কবে পালিত হয়?

উঃ ৩১ মে।

5। ভারতের কোন রাজ্যে সম্প্রতি ৪৭ বছর বয়সি এক লোক ‘পশ্চিমী নীল জ্বর’এ মারা গেছেন?

উঃ কেরালা।

6। ‘ইউনিসেফ’এর তরফ থেকে, ২০২২ সালে কে বার্ষিক
‘রেডিও৪চাইল্ড পুরস্কার’এ‘০১ সেরা কনটেন্ট পুরস্কার’ ও ‘ইমিউনাইজেশন চ্যাম্পিয়ন পুরস্কার’ পেলেন?

উঃ দক্ষিণ কাশ্মীরের রেডিও জকি উমর নিসার (আরজে উমর নামে পরিচিত)।

7। 'জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া'র সমীক্ষা অনুযায়ী, কোথায় সম্প্রতি ভারতের সবথেকে বড় সোনার ভাণ্ডারের খোঁজ পাওয়া গেছে?

উঃ বিহার-ঝাড়খণ্ড সীমান্তবর্তী জামুই জেলায় (এই এলাকায় প্রায় ২৩ কোটি টন সোনা ও প্রায় ৩৭.৬ টন খনিজ আকরিক মজুত রয়েছে বলে জানা গেছে)।

8। ভারতের প্রথম সেমি-হাই স্পিড মালবাহী ট্রেনের নাম কী? 

উঃ গতি শক্তি (এটি এ’বছরের ডিসেম্বরের মধ্যেই চালু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে)।

9। কোথায় সম্প্রতি অত্যাধুনিক সাইবার সিকিউটিরি অপারেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে?

উঃ ওড়িশার ভুবনেশ্বরের ওড়িশা কম্পিউটার অ্যাপ্লিকেশন সেন্টার’এ।

10। নামি গবেষণা সংস্থা ‘সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি'র সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, মহিলাদের কর্মসংস্থানের ক্ষেত্রে সারা দেশের মধ্যে শীর্ষে রয়েছে কোন রাজ্য?

উঃ পশ্চিমবঙ্গ (চলতি বছর জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে প্রায় ৪৩.৭১ লাখ মহিলা কাজ পেয়েছেন বাংলায়)।

11। কোথায় সম্প্রতি উত্তর ভারতের প্রথম ইন্ডাস্ট্রিয়াল বায়োটেক পার্কের উদ্বোধন করা হয়েছে ?

উঃ জম্মু ও কাশ্মীরের কাঠুয়ার কাছে অবস্থিত ঘাটিতে।

12। ভারতের কোন রাজ্যের শিক্ষা দফতর সম্প্রতি ‘স্কচ পুরস্কার’ পেল?

উঃ পশ্চিমবঙ্গ।

13। কাকে সম্প্রতি লোকপালের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন হিসাবে মনোনীত করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ?

উঃ বিচারপতি প্রদীপ কুমার মোহান্তি।

14। কোন দেশ প্রথম ডিজিটাল আদমশুমারি আয়োজন করবে?

উঃ বাংলাদেশ।

15। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড.জিতেন্দ্র সিং কোথায় সম্প্রতি ভারতের প্রথম ল্যাভেন্ডার উৎসবের উদ্বোধন করলেন?

উঃ জম্মুর ভাদেরওয়াহে।

16। কে সম্প্রতি ভারতীয় সেনার অ্যাভিয়েশন কর্পসের কমব্যাট অ্যাভিয়েটর হিসাবে যোগ দিয়ে ইতিহাস গড়লেন? 

উঃ ক্যাপ্টেন অভিলাষা বরাক (সেনার এই শাখার প্রথম মহিলাvকমব্যাট অ্যাভিয়েটর অফিসার হলেন তিনি)।

17। সম্প্রতি পঞ্চম অর্থ কমিশন গঠন করল পশ্চিমবঙ্গ সরকার। কমিশনের চেয়ারম্যান হিসাবে কে মনোনীত হয়েছেন?

উঃ ‘ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট’এর প্রাক্তন অধ্যাপক অভিরূপ সরকার।

18। সম্প্রতি প্রয়াত সিধু মুসে ওয়ালা কে ছিলেন?

উঃ সঙ্গীত শিল্পী।

19। মার্কিন মোবাইল অ্যাকসেস টেকনোলজি কোম্পানি "Kisi" এর তরফ থেকে প্রকাশিত এক সমীক্ষা অনুযায়ী 2022 সালে বাড়ি থেকে কাজ করার ক্ষেত্রে সেরা শহরগুলির তালিকায় শীর্ষ স্থানে রয়েছে কোন শহর?

উঃ সিঙ্গাপুর

20। কোন দেশ বিশ্বের বৃহত্তম পেট্রোলিয়াম গবেষণা কেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে?

উঃ কুয়েত


****বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন****

Bharat Deal

Myself Arnab Mukhopadhyay from Kolkata, West Bengal, India..Diploma in Electrical Engineering from W.B.S.C.T.E. and currently working as Tech (Electrical) in Directorate of Lighthouses and Lightships under Ministry of Port, Shipping and waterways.

Post a Comment

Previous Post Next Post