যেকোনো চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই পর্বে তোমাদের জন্য গুরুত্বপূর্ন কিছু সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর দিয়ে শুরু করা হলো, যা আসন্ন বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী
১. হলদিঘাটের যুদ্ধ কবে হয়?
ক. 1575 সালে
খ. 1675 সালে
গ. 1576 সালে
ঘ. 1676 সালে
উঃ 1576 সালে
২. বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়?
ক. 12 ই জুলাই
খ. 18 ই জুলাই
গ. 17 ই জুলাই
ঘ. 11 ই জুলাই
উঃ 11ই জুলাই
৩. পূর্ব মধ্য রেলওয়ে সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. কলকাতা
খ. জয়পুর
গ.চেন্নাই
ঘ. হাজীপুর
উঃ হাজীপুর
৪. ভারতের দীর্ঘতম সেচখাল কোনটি?
ক. যমুনা খাল
খ. ইন্দিরা গান্ধী খাল
গ. শিরহান্ড খাল
ঘ. দোয়াব খাল
উঃ ইন্দিরা গান্ধী খাল
৫. সেনাবাহিনীকে কখনো সেতুতে মার্চ করতে দেওয়া হয় না কেনো?
ক. তীক্ষ্ণতা
খ. পর্যায়বৃত্ত বল
গ. অনুনাদ
ঘ. কোনোটিই নয়
উঃ অনুনাদ
৬. নীলনদের উৎস কি?
ক. লোহিত সাগর
খ. ভিক্টোরিয়া হদ্র
গ. অন্দিজ পর্বত
ঘ. তিব্বত মালভূমি
উঃ ভিক্টোরিয়া হদ্র
৭. রসায়ন বিদ্যার জনক কে?
ক. জেমস ওয়াট
খ. অ্যারিস্টটল
গ. রবার্ট বয়েল
ঘ. উপরের কেউ নন
উঃ রবার্ট বয়েল
৮. বায়ু কি?
ক. মৌল
খ. যৌগ
গ. মিশ্র
ঘ. কোনোটিই নয়
উঃ মিশ্র
৯. ক্রোমোজোম এ কি কি থাকে?
ক. DNA ও প্রোটিন
খ. শুধু DNA
গ. শুধু প্রোটিন
ঘ. DNA ও RNA
উঃ DNA ও প্রোটিন
১০. "AITUC" কবে গঠিত হয়?
ক. 1921সালে
খ. 1920 সালে
গ. 1922 সালে
ঘ. 1924 সালে
উঃ 1920 সালে
১১. মোহালি স্টেডিয়াম কোথায় অবস্থিত?
ক. দিল্লি
খ. পাঞ্জাব
গ. কলকাতা
ঘ. মুম্বাই
উঃ পাঞ্জাব
১২. " প্রার্থনা সমাজ " কে প্রতিষ্ঠা করেন?
ক. রাজা রামমোহন
খ. তুলসি রাম
গ. দয়ানন্দ সরস্বতী
ঘ. আত্মারাম পান্ডুকর
উঃ আত্মারাম পান্ডুকর
১৩. "নিবলিক" শব্দটি কোন খেলার সাথে যুক্ত?
ক. হকি
খ. বক্সিং
গ. বেসবল
ঘ. গল্ফ
উঃ গল্ফ
১৪. ভোটদানের অধিকার কত নম্বর ধারায় আছে?
ক. 325 নম্বর ধারায়
খ. 326 নম্বর ধারায়
গ. 317 নম্বর ধারায়
ঘ. 324 নম্বর ধারায়
উঃ 326 নম্বর ধারায়
১৫. "সত্ব বিলোপ নীতি" কে প্রবর্তন করেন?
ক. উইলিয়াম হেস্টিংস
খ. লর্ড ডাহৌসি
গ. লর্ড ক্যানিং
ঘ. লর্ড কর্ণয়ালিস
উঃ লর্ড ডাহৌসি
১৬. সাইনা নেহওহাল কোন খেলার সঙ্গে যুক্ত?
ক. টেনিস
খ. ক্রিকেট
গ. ব্যাট মিন্টন
ঘ. টেবিল টেনিস
উঃ ব্যাট মিন্টন
১৭. মায়ানমারের মুদ্রার নাম কি?
ক. ইয়েন
খ. কিয়াত
গ. টেঙ্গে
ঘ. রিয়াল
উঃ কিয়াত
১৮. "ঘনাদা" চরিত্রের স্রষ্টা কে?
ক. সত্যজিৎ রায়
খ. প্রেমেন্দ্র মিত্র
গ. সতীনাথ ভাদুড়ী
ঘ. শিবরাম চক্রবর্তী
উঃ প্রেমেন্দ্র মিত্র
১৯. বাস্তুতন্ত্রের প্রবক্তা কে?
ক. হেকেল
খ. ওডাম
গ. টান্সলে
ঘ. ডারউইন
উঃ টান্সলে
২০. "ভারতের আইনস্টাইন" কাকে বলা হয়?
ক. মেঘনাদ সাহা
খ. সি ভি রমন
গ. সত্যেন্দ্রনাথ বসু
ঘ. জগদীশ চন্দ্র বসু
উঃ সত্যেন্দ্রনাথ বসু
২২. মানব দেহের রক্ত সঞ্চলনের পদ্ধতি কে আবিষ্কার করেন?
ক. লুই পাস্তুর
খ. উলিয়াম হার্ভে
গ. জেনার
ঘ. ভেসালিয়াস
উঃ উলিয়াম হার্ভে
২২. বেরিবেরি কোন ভিটামিনের অভাবে হয়?
ক. B১
খ. B২
গ. B৫
ঘ. B১২
উঃ B১
২৩. "ডন সোসাইটি" কে প্রতিষ্ঠা করেন?
ক. রাধাকান্ত দেব
খ. ডিরোজিও
গ. সতীশ চন্দ্র মুখোপাধ্যায়
ঘ. অশ্বিনী কুমার দত্ত
উঃ সতীশ চন্দ্র মুখোপাধ্যায়
২৪. বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়?
ক. ব্যারোমিটার
খ. থার্মোমিটার
গ. হাইড্রোমিটার
ঘ. হাইগ্রোমিটার
উঃ হাইগ্রোমিটার
২৫. তেজষ্ক্রিয়তা কে আবিষ্কার করেন?
ক. আইনস্টাইন
খ. বেকারেল
গ.ম্যাদাম কুরি
ঘ. রাদারফোর্ড
উঃ বেকারেল