📢 সাধারণ বিজ্ঞান কুইজ 📢 কারেন্ট অ্যাফেয়ার্স 📢 ALL JE EXAM ELECTRICAL QUIZZES 📢 SSC EXAM CALENDER



বাংলা বর্ণ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর পর্ব: ১

 


বাংলা বর্ণ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর যা আসন্ন প্রাইমারী টেট সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী।

১. মৌলিক স্বরধ্বনির সংখ্যা-

উঃ ৭ টি।

২. যৌগিক স্বরধ্বনির সংখ্যা-

উঃ ২৫টি।

৩. হ্রসম্বর স্বরধ্বনির সংখ্যা-

উঃ ৪ টি।

৪. দীর্ঘস্বর স্বরধ্বনির সংখ্যা -

উঃ ৭টি।

৫. মাত্রাহীন বর্ণের সংখ্যা- 

উঃ ১০ টি।

৬. অর্ধমাত্রা বর্ণের সংখ্যা -

উঃ ৮ টি।

৭. পূর্ণমাত্রা বর্ণের সংখ্যা-

উঃ ৩২ টি।

৮. কার -

উঃ ১০ টি।

৯. স্পর্শবর্ণ এর সংখ্যা - 

উঃ ২৫ টি।

১০. যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কতটি?

উঃ ২ টি।

১১. মৌলিক স্বরধ্বনিগুলো কি কি?

উঃ অ, আ, ই, উ, এ,আ্যা, ও।

১২. যৌগিক স্বরজ্ঞাপক বর্ণগুলো কি কি?-

উঃ ঐ, ঔ (ঐ=ও+ই, ঔ=ও+উ)

১৩. কণ্ঠ বর্ণ কোনগুলি?

উঃ ক, খ, গ, ঘ, ঙ।

১৪. তালব্য বর্ণ কোনগুলি?

উঃ চ, ছ, জ, ঝ, ঞ।

১৫. মূর্ধণ্য বর্ণ কোনগুলি?

উঃ ট, ঠ, ড, ঢ, ণ 

১৬. দন্ত বর্ণ কোনগুলি?

উঃ ত, থ, দ, ধ, ন।

১৭. ওষ্ঠ বর্ণ কোনগুলি?

উঃ প, ফ, ব, ভ,ম।

১৮. নাসিক্য বর্ন কোনগুলি?

 উঃ ঙ, ঞ, ণ, ন, ম।

১৯. নাসিক্য বর্ণের অপর নাম কি?

উঃ অনুনাসিক বা সানুনাসিক বর্ণ।

২০. অন্তঃস্থ বর্ণ কোনগুলি?

উঃ য, র, ল।

উপরের প্রশ্নোত্তর পর্বটি PDF আকারে পেতে নিচের দেওয়া লিংক থেকে ডাউনলোড করে নিন

Download this PDF: Click Here to Download

Join Our Telegram Channel: Click Here

Our Facebook Page : Click Here

**নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না**

STUDY PORTAL

Get Daily all types of Job Updates and study materials on various Topics, Educational News.

Post a Comment

Previous Post Next Post