ANM and GNM SYLLABUS
**আরও দেখুন:- কয়েকটি উপক্ষারের নাম, উৎস ও তাদের ব্যবহার
ANM and GNM পরীক্ষার সব প্রশ্ন MCQ টাইপ হবে, এবং প্রতিটি প্রশ্নের জন্য চারটি করে অপশন থাকবে। এবং পরীক্ষার ভাষা বাংলা ও ইংলিশ দুটি ভাষাতেই থাকবে , শুধুমাত্র ইংলিশ ব্যাকরণ ও রিজনিং এই দুটি ইংলিশ ভাষাতে থাকবে। এবং পরীক্ষায় মোট ১০০ টি প্রশ্ন থাকবে ও ১১৫ নম্বর টোটাল মার্কস থাকবে। এই পরীক্ষার জন্য মোট ১ ঘণ্টা ৩০ মিনিট সময় থাকবে।
| SUBJECT | MARKS |
|---|---|
| জীবন বিজ্ঞান | 50 |
| ভৌত বিজ্ঞান | 25 |
| ইংরাজী ব্যাকরণ | 15 |
| গণিত | 10 |
| সাধারণ জ্ঞান | 10 |
| রিজনিং | 5 |
জীবন বিজ্ঞান থেকে দুটি বিভাগে প্রশ্ন থাকবে ৩০ টি ১ নম্বর এর প্রশ্ন ও ১০ টি ২ নম্বর এর প্রশ্ন, মোট ৫০ নম্বর।
ভৌত বিজ্ঞান থেকে দুটি বিভাগে প্রশ্ন থাকবে ১৫ টি ১ নম্বর এর প্রশ্ন ও ৫ টি ২ নম্বর এর প্রশ্ন, মোট ২৫ নম্বর।
ইংরাজী ব্যাকরণ, গণিত, সাধারণ জ্ঞান ও রিজনিং থেকে যথাক্রমে ১৫ টি , ১০ টি , ১০ টি, ও ৫ টি করে ১ নম্বর এর প্রশ্ন থাকবে।
জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ও গণিত থেকে প্রশ্ন মাধ্যমিক মানের পাঠ্যক্রম এর উপর ভিত্তি করে হবে।
এবং
ইংরাজী , সাধারণ জ্ঞান ও রিজনিং থেকে প্রশ্ন উচ্চ মাধ্যমিক মানের পাঠ্যক্রম এর উপর ভিত্তি করে হবে।
Tags
Educational News