পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশিত করলো প্রাথমিক টেট 2017 -এর অফিসিয়াল Answer Key
চলতি বছরের প্রথমেই হওয়া প্রাথমিক টেট ২০১৭ এর অফিসিয়াল Answer Key প্রকাশ করলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, ১৫ ই সেপ্টেম্বর ২০২১ একটি নোটিশ জারি করা হয় পর্ষদ থেকে এবং এই answer key প্রকাশ করা হয় , ফলে সমস্ত টেট পরীক্ষার্থী তাদের দেওয়া উত্তরের সাথে বোর্ডের দেওয়া উত্তর মিলিয়ে নিতে পারবে, এবং চলতি মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হতে পারে টেট ২০১৭ সালের রেজাল্ট (সুত্র বিভিন্ন সোসাল মিডিয়া মাধ্যম) ।
এই পোস্টের নিচে টেট ২০১৭ এর অফিসিয়াল answer key এর লিংক দেওয়া আছে সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন।