নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় BDP Term
End অনলাইন ফাইনাল পরীক্ষার অ্যাডমিট
কার্ড প্রকাশিত হলো
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় তাদের BDP Term End অনলাইন ফাইনাল পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করল, 30.09.2021 তারিখ বিকাল 4 টের পর যে কোনও সময় পরীক্ষার্থীরা তাদের এনরোলমেন্ট নম্বর দিয়ে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এই পরীক্ষা শুরু হবে 03.10.2021 থেকে এবং শেষ হবে 10.10.2021 তারিখ, পরীক্ষার্থীরা যে কোনও সময় university এর website এ লগইন করে করে তাদের পরীক্ষা দিতে পারবে। এই মর্মে university এর থেকে একটি নোটিশ ও পাবলিশ করা হয়েছে। পরবর্তী গুরুত্তপূর্ণ আপডেটের জন্য এই সাইটটিকে ফলো রাখুন। পোস্টের নিচে নোটিশ এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিংক দেওয়া আছে , এই লিংকে ক্লিক করে আপনারা সরাসরি নোটিশ টি দেখে নিতে এবং অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন।
নোটিশ টি দেখার জন্য 👉 এখানে ক্লিক করুন
অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য 👉 এখানে ক্লিক করুন
**Join with Us by Various Social Site**
| TO JOIN WITH OUR SOCIAL MEDIA | LINK |
|---|---|
| Click Here | |
| Telegram | Click Here |
| Youtube | Click Here |
